কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন | Learn the Details of a Computer Motherboard | 2025 Updated

কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন | Learn the Details of a Computer Motherboard | 2025 Updated

WELLCOME TO MY POST

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii 

কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন

  • CPU Socket 
প্রসেসর বসানোর জায়গা। CPU এখানেই সংযুক্ত থাকে। 
  • Northbridge 
মেমোরি ও গ্রাফিক্সের সঙ্গে প্রসেসরের ডিরেক্ট সংযোগ রক্ষা করে। 
  • Southbridge 
কম্পিউটারের ইনপুট-আউটপুট (I/O), SATA, USB ইত্যাদি কন্ট্রোল করে। 
  • 4 Memory Slots 
র‍্যাম (DDR) বসানোর জন্য চারটি স্লট থাকে। 
  • 24-pin ATX Power Connector 
মাদারবোর্ডের পাওয়ারের প্রধান কানেক্টর। পাওয়ার সাপ্লাই এখান দিয়ে সংযোগ হয়। 
  • P4 Power Connector 
প্রসেসরের জন্য আলাদা ৪-পিন পাওয়ার সংযোগ। 
  • Heatsink 
তাপ নিঃসরণের জন্য ব্যবহৃত ধাতব কভার। তাপ কমায়। 
  • Inductors & Capacitors 
পাওয়ার ম্যানেজমেন্টের জন্য বিদ্যুৎ প্রবাহ স্থিতিশীল রাখে। 
  • 3-pin Fan Connectors 
কুলিং ফ্যান সংযোগের জন্য পিন। 
  • CPU Fan Connector 
প্রসেসর কুলিং ফ্যানের জন্য আলাদা পোর্ট। 
  • PCI Express & PCI Slots 
বিভিন্ন এক্সপানশন কার্ড (গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি) সংযোগের জন্য। 
  •  AGP Slot 
পুরোনো টাইপের গ্রাফিক্স কার্ডের জন্য স্লট। 
  •  CD-IN, SPDIF, 1394 Headers 
অডিও ও ভিডিও ইনপুট সংযোগের জন্য পোর্ট। 
  • SATA RAID & 4 SATA Connections 
SATA হার্ডড্রাইভ বা SSD সংযোগের জন্য। 
  • ATA (IDE) Connector & Floppy Connector 
পুরনো ATA (IDE) হার্ডড্রাইভ ও ফ্লপি ড্রাইভ সংযোগের জন্য। 
  •  Super I/O 
পুরনো পেরিফেরাল (PS/2, Serial port ইত্যাদি) নিয়ন্ত্রণ করে। 
  •  CMOS Battery 
BIOS সেটিংস সংরক্ষণ রাখে। 
  •  Jumper & USB Headers 
BIOS রিসেট বা এক্সপানশন পোর্ট সংযোগের জন্য। 
  • System Panel Connectors 
পাওয়ার বাটন, LED ইত্যাদি কেসের ফ্রন্ট প্যানেলের সঙ্গে সংযোগ। 
  • FWH in PLCC 
BIOS চিপ, যেখানে ফার্মওয়্যার থাকে। 
  • Back Panel and I/O Connectors 
মনিটর, কীবোর্ড, মাউস, নেটওয়ার্ক ইত্যাদির জন্য পিছনের সংযোগ। 


❝আজকের পোস্টে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন কি? কোন বিষয়ের উপর টিপস চান? কমেন্টে জানাতে ভুলবেন না! শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে।❞

 

উপসংহার

আশা করি লেখাটি আপনার কাজে লেগেছে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

ZosephNurii


About the author

Zoseph Nuri
Hey! I'm Nuri Jibon. I'm always eager to learn new things and enjoy sharing my knowledge with others.

إرسال تعليق

আমাদের পোস্টে আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য এপ্রুভ করা হবে না। সৃজনশীল ও গঠনমূলক মন্তব্যকে আমরা স্বাগত জানাই!