WELLCOME TO MY POST
সকল সিমের জন্য প্রয়োজনীয় কোড'সমূহ
আগে আমরা সবাই জেনে নেই, কেন আমোদর সকল সিমের জন্য প্রয়োজনীয় কোড সম্পর্কে জানতে হবে? আমরা যদি সমস্ত সিমের প্রয়োজনীয় কোড না জানি, তবে আমরা আমাদের সিমের ব্যালেন্স জানা, এমবি দেখা, মিনিট দেখা, কল সেন্টারে কল করা ইত্যাদি সুবিধাগুলি উপেভাগ করতে পারবো না। আর সেজন্য আমাদের সমস্ত সিমের কোড জানা অবশ্যই গুরুত্বপূর্ণ।
পূর্বে আমরা অনেক বড় বড় কোড ব্যবহার করতাম! বিভিন্ন সিমের নম্বর,ব্যালেন্স, ইন্টারনেট দেখার জন্য, কিন্তু বর্তমানে সকল মোবাইল অপারেটর কোডগুলোকে ছোট এবং সহজ করেছে।
রবি সিমের সকল প্রয়োজনীয় কোড:
Robi Sim
| নাম্বার দেখার কোড | *2# |
| ব্যালেন্স দেখার কোড | *222# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড | *3# |
| মিনিট দেখার কোড | *222*3# |
| এসএমএস দেখার কোড | *222*11# |
| কাস্টমার সার্ভিস | 123 |
এয়ারটেল সিমের সকল প্রয়োজনীয় কোড:
Airtel Sim
| নাম্বার দেখার কোড | *2# |
| ব্যালেন্স দেখার কোড | *1# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড | *3# |
| মিনিট দেখার কোড | *121*1*2# |
| এসএমএস দেখার কোড | *778*24# |
| কাস্টমার সার্ভিস | 121 |
গ্রামীণফোন সিমের সকল প্রয়োজনীয় কোড:
gp Sim
| নাম্বার দেখার কোড | *2# |
| ব্যালেন্স দেখার কোড | *566# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড | *566*10# *121*1*2# |
| মিনিট দেখার কোড | *566*24# |
| এসএমএস দেখার কোড | *566*2# *121*1*2# |
| কাস্টমার সার্ভিস | 121 |
বাংলালিংক সিমের সকল প্রয়োজনীয় কোড:
banglalink Sim
| নাম্বার দেখার কোড | *511# |
| ব্যালেন্স দেখার কোড | *124# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড | *124*5# |
| মিনিট দেখার কোড | *124*2# |
| এসএমএস দেখার কোড | *124*3# |
| কাস্টমার সার্ভিস | 121 |
টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড:
teletalk Sim
| নাম্বার দেখার কোড | *511# |
| ব্যালেন্স দেখার কোড | *152# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড | U and sent sms 666 |
| মিনিট দেখার কোড | *152# |
| এসএমএস দেখার কোড | *152# |
| কাস্টমার সার্ভিস | 121 |
স্কিটো সিমের সকল প্রয়োজনীয় কোড:
skitto Sim
| নাম্বার দেখার কোড | *2# |
| ব্যালেন্স দেখার কোড | *121*1# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড | not available( use skitto app) |
| মিনিট দেখার কোড | not available( use skitto app) |
| এসএমএস দেখার কোড | not available( use skitto app) |
| কাস্টমার সার্ভিস | 01701000000 |
আশাকরি “সকল সিমের প্রয়োজনীয় কোড” শিরোনামের এই আর্টিকেল'টি বিস্তারিত পড়ে আপনারা প্রাত্যাহিক জীবনে অনেক উপকৃত হবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব'দের মাঝে শেয়ার করে পড়তে এবং জানতে সুযোগ করে দিবেন।
উপসংহার
সকল সিমের প্রয়োজনীয় কোড'সমূহ ২০২৫ পোস্টটিতে আমি চেষ্টা করেছি সবোর্চ্চ সংখ্যক নতুন কোড গুলো যুক্ত করার। পুরাতন কোড গুলো আপাতত কাজ করতেছে কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে । আশা করি সকল অপারেটরের কোড গুলো সবোর্চ্চ আপডেট দিতে পেরেছি। পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

