WELLCOME TO MY POST
Google Pay খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারে!
আগামী এক মাসের মধ্যেই এই জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট সার্ভিসটি লঞ্চ হতে যাচ্ছে। এমনটাই শোনা যাচ্ছে টেক দুনিয়ায়।
যদিও এখনো Google -এর পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণায় আসেনি।
তবে দক্ষিণ এশিয়ায় তাদের সাম্প্রতিক একটিভিটি দেখে বোঝা যাচ্ছে, বাংলাদেশও তাদের পরবর্তী টার্গেট।
শুরুতে City Bank -এর গ্রাহকেরা তাদের Visa বা MasterCard সহজেই Google Pay -তে অ্যাড করতে পারবেন।
আর সেখান থেকেই শুরু হতে পারে বড় একটা পরিবর্তন আমাদের দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে।
ভাবুন তো! Google Pay যদি সত্যিই চলে আসে- তবে কি বিকাশ, নগদ, রকেট'এর মতো MFS সার্ভিসগুলোর জন্য হবে নতুন একটা চ্যালেঞ্জ?
আপনার কী মনে হয়?
Google Pay টিকতে পারবে বাংলাদেশের পেমেন্ট ইকো-সিস্টেমে?
উপসংহার
আশা করি লেখাটি আপনার কাজে লেগেছে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

