কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন | Learn the Details of a Computer Motherboard | 2025 Updated

কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন | Learn the Details of a Computer Motherboard | 2025 Updated

WELLCOME TO MY POST

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii 

কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন

  • CPU Socket 
প্রসেসর বসানোর জায়গা। CPU এখানেই সংযুক্ত থাকে। 
  • Northbridge 
মেমোরি ও গ্রাফিক্সের সঙ্গে প্রসেসরের ডিরেক্ট সংযোগ রক্ষা করে। 
  • Southbridge 
কম্পিউটারের ইনপুট-আউটপুট (I/O), SATA, USB ইত্যাদি কন্ট্রোল করে। 
  • 4 Memory Slots 
র‍্যাম (DDR) বসানোর জন্য চারটি স্লট থাকে। 
  • 24-pin ATX Power Connector 
মাদারবোর্ডের পাওয়ারের প্রধান কানেক্টর। পাওয়ার সাপ্লাই এখান দিয়ে সংযোগ হয়। 
  • P4 Power Connector 
প্রসেসরের জন্য আলাদা ৪-পিন পাওয়ার সংযোগ। 
  • Heatsink 
তাপ নিঃসরণের জন্য ব্যবহৃত ধাতব কভার। তাপ কমায়। 
  • Inductors & Capacitors 
পাওয়ার ম্যানেজমেন্টের জন্য বিদ্যুৎ প্রবাহ স্থিতিশীল রাখে। 
  • 3-pin Fan Connectors 
কুলিং ফ্যান সংযোগের জন্য পিন। 
  • CPU Fan Connector 
প্রসেসর কুলিং ফ্যানের জন্য আলাদা পোর্ট। 
  • PCI Express & PCI Slots 
বিভিন্ন এক্সপানশন কার্ড (গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি) সংযোগের জন্য। 
  •  AGP Slot 
পুরোনো টাইপের গ্রাফিক্স কার্ডের জন্য স্লট। 
  •  CD-IN, SPDIF, 1394 Headers 
অডিও ও ভিডিও ইনপুট সংযোগের জন্য পোর্ট। 
  • SATA RAID & 4 SATA Connections 
SATA হার্ডড্রাইভ বা SSD সংযোগের জন্য। 
  • ATA (IDE) Connector & Floppy Connector 
পুরনো ATA (IDE) হার্ডড্রাইভ ও ফ্লপি ড্রাইভ সংযোগের জন্য। 
  •  Super I/O 
পুরনো পেরিফেরাল (PS/2, Serial port ইত্যাদি) নিয়ন্ত্রণ করে। 
  •  CMOS Battery 
BIOS সেটিংস সংরক্ষণ রাখে। 
  •  Jumper & USB Headers 
BIOS রিসেট বা এক্সপানশন পোর্ট সংযোগের জন্য। 
  • System Panel Connectors 
পাওয়ার বাটন, LED ইত্যাদি কেসের ফ্রন্ট প্যানেলের সঙ্গে সংযোগ। 
  • FWH in PLCC 
BIOS চিপ, যেখানে ফার্মওয়্যার থাকে। 
  • Back Panel and I/O Connectors 
মনিটর, কীবোর্ড, মাউস, নেটওয়ার্ক ইত্যাদির জন্য পিছনের সংযোগ। 


❝আজকের পোস্টে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন কি? কোন বিষয়ের উপর টিপস চান? কমেন্টে জানাতে ভুলবেন না! শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে।❞

 

উপসংহার

আশা করি লেখাটি আপনার কাজে লেগেছে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

ZosephNurii


About the author

Zoseph Nuri
Hey! I'm Nuri Jibon. I'm always eager to learn new things and enjoy sharing my knowledge with others.

Post a Comment

আমাদের পোস্টে আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য এপ্রুভ করা হবে না। সৃজনশীল ও গঠনমূলক মন্তব্যকে আমরা স্বাগত জানাই!