অনলাইন কমিউনিকেশনের কিছু ভদ্রতা বা শিষ্টাচার | Some Etiquette for Online Communication

অনলাইন কমিউনিকেশনের কিছু ভদ্রতা বা শিষ্টাচার | Some Etiquette for Online Communication

WELLCOME TO MY POST

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii 

অনলাইন কমিউনিকেশনের কিছু ভদ্রতা বা শিষ্টাচার

১। কেউ Messenger বা WhatsApp -এ অনলাইন আছে দেখলে এর মানে এই না যে সে ফ্রি আছে। অনেক সময় মানুষ ফোন বা পিসিতে লগিন থেকেও অন্য কাজে ব্যস্ত থাকতে পারে। 

২। কেউ অনলাইনে থাকলেই তাকে হুট করে অডিও বা ভিডিও কল করে ফেলা যাবে না। আগে তাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিতে হবে যে এখন কল দেওয়া যাবে কিনা! একমাত্র যাদের সাথে আপনার রেগুলার যোগাযোগ হয় তাদেরকেই হুট করে কল দিতে পারেন। 

৩। কেউ মেসেজ সিন করে উত্তর না দিলে, তাকে বার বার মেসেজ দিবেন না যে সে কেন উত্তর দিলো না। অপেক্ষা করুন! ২-৩ দিন পরেও সে জবাব না দিলে, politely তাকে জিজ্ঞেস করুন কি ব্যাপার? অনেক সময় আমি মেসেজ দেখে অনেক চিন্তা করে জবাব দেই, অথবা মেসেজ দেখেছি কিন্তু অন্য কাজে ছিলাম তাই রিপ্লাই দেইনি। 

৪। কাউকে কল দিলে সে যদি কলটা কেটে দেয়, তার মানে সে ব্যস্ত আছে। আপনি পরে আবার যোগাযোগ করবেন, বা মেসেজ দিয়ে রাখবেন যে কেন কল করেছিলেন? একবার কল কেটে দিলে বার বার কল করতে থাকবেন না, পরের পয়েন্টটা দেখুন। 

৫। কল পেয়ে কেটে দেবার পরেও যদি দেখা যায় বার বার কল করছে, তার মানে খুবই জরুরী কোন বিষয়। একমাত্র মহা বিপদ না হলে, (যেমন কেউ হসপিটালে) তাহলে কাউকে বার বার কল করবেন না। যদি আপনি সামান্য বিষয়ের জন্য এটা করেন, তাহলে পরে আসল বিপদের সময় মানুষটা আপনার কল ধরবে না। 

৬। কল করে অনেকে জিজ্ঞেস করেঃ- "বাসায় আছো?" -কেউ বাসায় থাকলেই সে ফ্রি আছে সেটা মনে করবেন না। কারণ এখন মানুষের কাজের ধরন পাল্টেছে। বাসায় বসেও মানুষ অনলাইনে কাজ করে, লেখালেখি করে, ই-কমার্সের কাজ করে, work-from-home করে। বরং জিজ্ঞেস করবেনঃ- "আপনি কি এখন ফ্রি আছেন? কথা বলা যাবে?" 

৭। যে কথাটা মেসেজ লিখে বলা যায়, সেটা মেসেজে লিখবেন। মেসেজে লিখা না গেলে ছোট্ট একটা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিবেন। ফোন কলকে সবচেয়ে শেষ অপশন হিসেবে রাখবেন। একান্ত জরুরী না হলে কল করবেন না। 

৮। কাউকে কল করে জিজ্ঞেস করবেন না, "কি ব্যাপার তোমার তো কোন খোঁজই নাই, একটা কলও তো দাও না!" এটা একটা negative trait -এর কারণে মানুষ আপনাকে মনে মনে ইগনোর করে দিবে, আপনি জানবেনও না। মানুষের লাইফে সব সময় অনেক কিছু চলতে থাকে। আপনার খোজ নেয় নি তার মানে আপনার priority কম। বরং আপনি এভাবে শুরু করুন- "এই অনেকদিন তোমাকে দেখি না/কথা বলি না, তোমাকে মিস করছিলাম, ইদানীং কি নিয়ে ব্যাস্ত আছো?"

৯। অপরিচিত কাউকে "hi/hello বা আসসালামু আলাইকুম" মেসেজ দিয়ে রেখে জবাবের আশা করবেন না। যেমন আপনি আমার লেখা পড়ছেন, আপনার সাথে আমার ব্যাক্তিগত কোন সম্পর্ক নেই। আপনি বরং শর্টকাটে নিজের পরিচয় দিয়ে আপনার জিজ্ঞাসা মেসেজে লিখে রাখবেন। এতে আপনি ১০০% রিপ্লাই পাবেন।

❝উপরের লেখা গুলো পড়েও যদি কেউ ফলো না করে, তাহলে তাদেরকে punishment দিতে হবে। কিভাবে সেটা পরবর্তি কোন লেখায় জানাবো।❞

❝এই লেখাটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানিয়ে দিন যে অনলাইনে কিভাবে কমিউনিকেশন করতে হবে।❞

উপসংহার

আশা করি লেখাটি আপনার কাজে লেগেছে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

ZosephNurii


About the author

Zoseph Nuri
Hey! I'm Nuri Jibon. I'm always eager to learn new things and enjoy sharing my knowledge with others.

Post a Comment

আমাদের পোস্টে আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য এপ্রুভ করা হবে না। সৃজনশীল ও গঠনমূলক মন্তব্যকে আমরা স্বাগত জানাই!