WELLCOME TO MY POST
Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii
ফ্রিল্যান্সার ও স্টুডেন্টদের জন্য দারুণ আপডেট
Google Meet নিয়ে এসেছে এক এক্সাইটিং ফিচার। Real-Time Translation. এখন থেকে যেকোনো ভাষার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন সহজেই, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছাড়াই।
ধরুন, আপনি বাংলায় কথা বলছেন আর ক্লায়েন্ট বলছে স্প্যানিশে। চিন্তার কিছু নেই। Google Meet আপনার কথা অন দ্য স্পট ট্রান্সলেট করে ক্লায়েন্টকে শুনাবে তার ভাষায়। একইভাবে ক্লায়েন্টের কথাও আপনি শুনবেন বাংলায়। পুরো কমিউনিকেশন হবে স্মুথ ও ঝামেলাহীন।
🧠 বর্তমানে এই ফিচারটি যেসব ভাষায় একটিভ:
🔸 Spanish
🔸 Italian
🔸 German
🔸 Portuguese
এখন আপনি যেকোনো দেশের ক্লায়েন্টের সঙ্গে কমফোর্টেবললি কথা বলতে পারবেন, এমনকি যদি আপনি তাদের ভাষা না ও জানেন। এতে করে গ্লোবাল মার্কেটে কাজ করার স্কোপ আরও বেড়ে গেলো।
উপসংহার
আশা করি লেখাটি আপনার কাজে লেগেছে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।
বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

