Microsoft Excel -এর ৫০ টি Shortcut | 2025 Updated

Microsoft Excel -এর ৫০ টি Shortcut | 2025 Updated

WELLCOME TO MY POST

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii 

Microsoft Excel -এর ৫০ টি Shortcut

চাকরি, ব্যবসা বা পড়ালেখার জন্য প্রতিনিয়ত মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে হয়। মাইক্রোসফট এক্সেল ব্যবহারে এই শর্টকাট নিয়মগুলো জানলে আপনার অনেক সময় সাশ্রয় হবে।

🧠 Excel Navigation ও Selection:

  • Ctrl + Arrow Key → তথ্য যেখানে শেষ, সেখান পর্যন্ত দ্রুত চলে যাবে। 
  • Ctrl + Shift + Arrow Key → নির্দিষ্ট দিকের তথ্যসহ সব সেল সিলেক্ট করবে। 
  • Ctrl + Page Up/Page Down → এক শীট থেকে অন্য শীটে যান। 
  • Ctrl + ` (Grave Accent) → সেলগুলোর ফর্মুলা দেখা যাবে। Ctrl + Shift + "+" → নতুন রো/কলাম ইনসার্ট। 
  • Ctrl + "-" → নির্বাচিত রো/কলাম ডিলিট।

📂 Row & Column Management:

  • Ctrl + 9 → রো হাইড করবে। 
  • Ctrl + 0 → কলাম হাইড করবে। 
  • Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড। 
  • Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড।

🔢 ফর্মুলা ও অটোমেশন:

  • Alt + = → AutoSum ফাংশন। 
  • F2 → সেল এডিট মোডে যাওয়া। 
  • Ctrl + Shift + " " → উপরের সেল থেকে মান কপি। 
  • Ctrl + D → উপরের সেল নিচে কপি। 
  • Ctrl + R → বাম দিকের সেল ডানে কপি। 
  • F4 → রেফারেন্স Lock/Toggle করবে ($ চিহ্ন)।

🗂️ Selection & Formatting:

  • Shift + Space → পুরো Row সিলেক্ট। 
  • Ctrl + Space → পুরো Column সিলেক্ট। 
  • Ctrl + Shift + L → Filter চালু/বন্ধ। 
  • Ctrl + 1 → Format Cells খুলবে। 
  • Ctrl + Shift + ↑/↓ → একসাথে অনেক Row সিলেক্ট।

🕓 তারিখ-সময় ও অন্যান্য ইনসার্ট:

  • Ctrl + ; → বর্তমান তারিখ ইনসার্ট। 
  • Ctrl + Shift + : → বর্তমান সময় ইনসার্ট। 
  • Ctrl + K → হাইপারলিংক যুক্ত করবে। 
  • Alt + Enter → একই সেলে নতুন লাইন। 
  • Shift + F11 → নতুন ওয়ার্কশিট তৈরি।

📊 ফরম্যাটিং & ফাংশন:

  • Ctrl + Shift + $ → Currency ফরম্যাট। 
  • Ctrl + Shift + % → Percent ফরম্যাট। 
  • Ctrl + Shift + # → Date ফরম্যাট। 
  • Ctrl + Shift + @ → Time ফরম্যাট। 
  • Ctrl + Shift + ^ → Scientific ফরম্যাট। 
  • Ctrl + Shift + ! → Number ফরম্যাট।

📌 Paste & Quick Tools:

  • Ctrl + Alt + V → Paste Special ডায়ালগ। 
  • Ctrl + Shift + U → Formula bar expand/contract.
  • Ctrl + Q → Quick Analysis টুল চালু।

🔧 Column, Row, Merge & Borders:

  • Alt + H + O + I → Column Width AutoFit। 
  • Alt + H + O + A → Row Height AutoFit। 
  • Alt + H + M + C → Merge & Center। 
  • Alt + H + B → Border অ্যাপ্লাই। 
  • Alt + H + F + C → Font Color পরিবর্তন।

📈 Charts & Data Tools:

  • Alt + A + T → Text to Column। 
  • Alt + N + V → Pivot Table ইনসার্ট। 
  • Alt + N + C → Column Chart ইনসার্ট। 
  • Alt + M + R → Recent Functions। 
  • Alt + M + F → Insert Function ডায়ালগ।

🖥️ Workbook & Calculation:

  • Ctrl + Tab → Excel উইন্ডো পরিবর্তন। 
  • Ctrl + Shift + Tab → পূর্বের ট্যাবে ফিরে যাওয়া। 
  • Ctrl + Shift + Tab → অন্য Workbook এ যাওয়া। 
  • Ctrl + Alt + F9 → সব ফর্মুলা রিক্যালকুলেট। 
  • Esc → চলমান কমান্ড বাতিল।

উপসংহার

আশা করি লেখাটি আপনার কাজে লেগেছে। এ ধরণের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক টিপস পেতে নিয়মিত ভিজিট করুন- zosephnurii.com এছাড়া আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন- Zoseph Nurii. পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

ZosephNurii


About the author

Zoseph Nuri
Hey! I'm Nuri Jibon. I'm always eager to learn new things and enjoy sharing my knowledge with others.

إرسال تعليق

আমাদের পোস্টে আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য এপ্রুভ করা হবে না। সৃজনশীল ও গঠনমূলক মন্তব্যকে আমরা স্বাগত জানাই!