এনআইডি কার্ড অনলাইন চেক ২০২৫ | NID Card Online Check 2025 | বিস্তারিত জানুন-

এনআইডি কার্ড অনলাইন চেক ২০২৫ | NID Card Online Check 2025 | বিস্তারিত জানুন-

এনআইডি কার্ড অনলাইন চেক ২০২৫ | NID Card Online Check 2025

WELLCOME TO MY POST

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii 

ভোটার আইডি কার্ড চেক করুন

ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র / NID) চেক করার জন্য বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে হয়। নিচে বিস্তারিত প্রক্রিয়া দেওয়া হলো:

ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি:

🔗 https://services.nidw.gov.bd/nid-pub

📌 যা যা লাগবে:

  1. জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID Number) বা ফরম নম্বর।
  2. জন্ম তারিখ (Date of Birth).
  3. ক্যাপচা কোড পূরণ।

📋 ধাপসমূহ:

  1. উপরের ওয়েবসাইটে যান। 
  2. “ভোটার তথ্য যাচাই করুন” বা Re-Registration সেকশনে যান। 
  3. আপনার NID নম্বর ও জন্মতারিখ দিন। 
  4. ক্যাপচা পূরণ করে “Submit” বা “পাঠান” বাটনে ক্লিক করুন। 
আপনার নাম, ঠিকানা, ভোটার এলাকা ইত্যাদি তথ্য দেখতে পাবেন।

📱 মোবাইল অ্যাপ দিয়ে চেক করতে:

অ্যাপ নাম: NID Wallet 
ডাউনলোড লিংক: Google Play Store (Android)

অ্যাপে কীভাবে চেক করবেন: 

  1. অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। 
  2. মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। 
  3. OTP দিয়ে ভেরিফাই করুন। 
  4. NID নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করুন। 
  5. আপনার ভোটার তথ্য দেখাবে।

❓ আপনি যদি এখনো NID না পেয়ে থাকেন:

তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন চেক করতে পারবেন: https://services.nidw.gov.bd/registration

🛠️ সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?

ইলেকশন কমিশন (EC) হেল্পলাইন: 

📞 ১০৫ (টোল ফ্রি)
🌐 https://www.ecs.gov.bd


আপনি চাইলে আমি আপনার হয়ে সরাসরি চেক করতে সহায়তা করতে পারি — শুধু আপনার জন্ম তারিখ ও NID নম্বর বা (ফরম নম্বর) দিন।
তবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন।
চাইলে আপনি কোন ধাপে আটকে আছেন সেটিও বলুন, আমি সাহায্য করবো।

বি:দ্রঃ বাংলাদেশ নির্বাচন কমিশন এর সাথে এই ওয়েবসাইটের কোন সম্পর্ক নেই। এই blog শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই দয়া করে বিভ্রান্ত হবেন না।

বিশেষ বার্তাঃ Zoseph Nurii’ এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

ZosephNurii


About the author

Zoseph Nuri
Hey! I'm Nuri Jibon. I'm always eager to learn new things and enjoy sharing my knowledge with others.

إرسال تعليق

আমাদের পোস্টে আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য এপ্রুভ করা হবে না। সৃজনশীল ও গঠনমূলক মন্তব্যকে আমরা স্বাগত জানাই!