আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে চেক করুন | How many SIMs are registered in your name | 2025 Updated

আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রেশন করা আছে চেক করুন | How many SIMs are registered in your name | 2025 Updated

WELLCOME TO MY POST

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post.... Zoseph Nurii 

আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে দেখুন

আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জেনে রাখা ভালো। কারণ তাতে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না! অতএব, মনোযোগ সহকারে সবকিছু ভালো করে দেখুন-

ধাপ:১

আপনার মোবাইলে ডায়াল করুন *১৬০০১# | তারপরে ও যদি আপনি না বুঝে থাকেন তাহলে নিচের দেওয়া ছবির দিকে লক্ষ্য করুন ⬇️

ধাপ:২

এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। তারপরে ও যদি আপনি না বুঝে থাকেন তাহলে নিচের দেওয়া ছবির দিকে লক্ষ্য করুন ⬇️

ধাপ:৩

তারপর আপনি কয়েক মিনিট অপেক্ষা করবেন আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দিবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৫*****১২৩। তারপরে ও যদি আপনি না বুঝে থাকেন তাহলে নিচের দেওয়া ছবির দিকে লক্ষ্য করুন ⬇️

তথ্যসূত্রঃ BTRC’ ২০১৫ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশে সর্বপ্রথম বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম কার্ড (SIM Card) রেজিস্ট্রেশন চালু করা হয়। এর পূর্বে সিম কার্ড রেজিস্ট্রেশন করার জন্য কোন প্রকার আঙ্গুলের ছাপ কিংবা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হতো না। বর্তমানে একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টি SIM (Subscriber Identity Module) রেজিস্ট্রেশন করা যাবে।

আশাকরি “আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে” শিরোনামের এই আর্টিকেল'টি বিস্তারিত পড়ে আপনারা প্রাত্যাহিক জীবনে অনেক উপকৃত হবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব'দের মাঝে শেয়ার করে পড়তে এবং জানতে সুযোগ করে দিবেন।

উপসংহার

এই সেবা নেয়ার জন্য কোনো চার্জ কাটা হবে না, অর্থাৎ আপনি ফ্রিতে এটি করতে পারবেন। পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

বিশেষ বার্তাঃ Zoseph Nurii এই সাইটের যেকোনো কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন। যদি কপি করতে হয় তাহলে অবশ্যই এই সাইটের নাম ও লিংক পোস্টের সাথে শেয়ার করুন।

ZosephNurii


About the author

Zoseph Nuri
Hey! I'm Nuri Jibon. I'm always eager to learn new things and enjoy sharing my knowledge with others.

Post a Comment

আমাদের পোস্টে আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক ও অশ্লীল মন্তব্য এপ্রুভ করা হবে না। সৃজনশীল ও গঠনমূলক মন্তব্যকে আমরা স্বাগত জানাই!